Realme Buds T200 ভারতে আসছে 24 জুলাই – দারুণ সব ফিচারে ভরপুর

Realme Buds T200 এবার আসছে ভারতে 24 জুলাই সন্ধ্যা 7 টায়। অত্যাধুনিক ফিচারে ভরপুর এই নতুন জেনারেশনের ইয়ারবাডস লঞ্চ হবে Realme 15 এবং 15 Pro স্মার্টফোনের সঙ্গে একসাথে।
উচ্চমানের অডিও, ANC ও দীর্ঘ ব্যাটারি লাইফ সহ এক অসাধারণ অডিও অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে Buds T200।

অডিও কোয়ালিটি ও ড্রাইভার

  • Realme Buds T200-তে থাকছে বিশাল 12.4 মিমি ডাইনামিক ড্রাইভার, যার ফলে মিলবে ডিপ বেস ও ক্লিয়ার সাউন্ড ।
  • এতে রয়েছে Hi-Res Audio সার্টিফিকেশন এবং LDAC সাপোর্ট, ফলে হাই-কোয়ালিটি অডিওর মজা মিলবে।

ব্যাটারি ও চার্জিং

  • সম্পূর্ণ চার্জে 50 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, ANC চালু থাকলে প্রায় 35 ঘণ্টা।
  • মাত্র 10 মিনিটের চার্জে 5 ঘণ্টা প্লেব্যাক – অর্থাৎ চার্জ নিয়ে চিন্তা নেই।

কানেক্টিভিটি ও ডিজাইন

  • ব্যবহার করা হয়েছে Bluetooth 5.4 – ফলে ল্যাগ একেবারেই কম, রেঞ্জও ভালো।
  • ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি ফিচার থাকায় একসাথে ফোন ও ল্যাপটপে কানেক্ট করে রাখা যাবে।
  • গেম মোডে মাত্র 45 মিলিসেকেন্ড লেটেন্সি – গেমারদের জন্য দারুণ সুখবর!
  • থাকছে IP55 রেটিং – হালকা ধুলো বা পানি লাগলেও ক্ষতি হবে না।

আরও কিছু দারুণ ফিচার

  • ফ্রিকোয়েন্সি রেঞ্জ 20Hz–40kHz, মানে খুব ডিপ বেস থেকে শুরু করে একেবারে হাই টোন সব শোনা যাবে।
  • 3D স্পেশাল অডিও, স্মার্ট টাচ কন্ট্রোল, কাস্টমাইজেবল অ্যাপ সাপোর্ট – এগুলো সবই যুক্ত করা হয়েছে।
  • AI–ভিত্তিক ENC থাকায় কলের সময় ভয়েস আরও ক্লিয়ার শোনা যাবে।
Realme Buds T200
Realme Buds T200

কালার অপশন

এই Buds মিলবে Snowy White, Mystic Grey, Dreamy Purple ও Neon Green রঙে।

কোথায় পাওয়া যাবে?

Realme.com ও Flipkart ছাড়াও অফলাইন মার্কেটেও এটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

Summary

ফিচারবিবরণ
লঞ্চ তারিখ24 জুলাই, সন্ধ্যা 7 টা
ব্যাটারি ব্যাকআপ50 ঘণ্টা (ANC ছাড়া), 35 ঘণ্টা (ANC সহ)
ANC লেভেল32 ডেসিবেল পর্যন্ত
অডিও কোডেকLDAC, Hi-Res সাপোর্ট
ডাস্ট & ওয়াটার রেজিস্টেন্সIP55

কম বাজেটের মধ্যে যারা ANC সহ প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারবাড খুঁজছেন, তাদের জন্য Realme Buds T200 হতে পারে একদম পারফেক্ট চয়েস।

Realme Buds T200 vs Redmi Buds 5 vs boAt Airdopes 141 ANC
Realme Buds T200 vs Redmi Buds 5 vs boAt Airdopes 141 ANC

তুলনামূলক বিশ্লেষণ: Realme Buds T200 vs Redmi Buds 5 vs boAt Airdopes 141 ANC

ফিচারRealme Buds T200Redmi Buds 5boAt Airdopes 141 ANC
ড্রাইভার সাইজ12.4mm10mm10mm
ANC32dB পর্যন্ত 46dB পর্যন্ত 32dB পর্যন্ত
কোডেক সাপোর্টLDAC, Hi-ResAAC, SBCSBC
ব্যাটারি ব্যাকআপ50 ঘণ্টা (ANC ছাড়া)প্রায় 38 ঘণ্টা42 ঘণ্টা (ANC ছাড়া)
চার্জিং টাইম10 মিনিটে 5 ঘণ্টা10 মিনিটে 2 ঘণ্টা10 মিনিটে 70 মিনিট
IP রেটিংIP55IP54IPX5
গেম মোড (45ms latency)
অডিও ফিচার3D স্পেশাল অডিওডুয়াল ANCENx Technology
কালার অপশন4 টি (White, Grey etc)2 টি (White, Black)3 টি (Black, Blue, Green)
প্রত্যাশিত দাম1,999 (আনুমানিক) 2,499
1,499 – 1,799

কোনটা কাদের জন্য?

গেমার ও অডিওপ্রেমী
Realme Buds T200—এর LDAC কোডেক, Hi-Res অডিও, ও 45ms গেম মোড আপনাকে এক প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেবে।

কল ও ANC ফোকাসড ইউজার:

Redmi Buds 5 — যারা বেশি ফোনে কথা বলেন, তাদের জন্য এর 46dB ANC এবং মাইক্রোফোন কোয়ালিটি দারুণ হবে।

বাজেট ক্রেতা:

boAt Airdopes 141 ANC – যারা খুব কম বাজেটে ANC ও লম্বা ব্যাটারি চান, তাদের জন্য উপযুক্ত।

Conclusion

Realme Buds T200 গেমিং, স্টাইল, ও অডিও কোয়ালিটির একটি দুর্দান্ত মিশ্রণ। খুব কম TWS আছে যা এই দামে LDAC ও Hi-Res অডিও দেয়।

আপনি যদি হালকা ANC, দীর্ঘ ব্যাটারি, আর ভার্সেটাইল ইউজের জন্য কিছু খুঁজছেন – তাহলে Buds T200 হতে পারে সেরা চয়েস।

Read More: Vivo X Fold 5 – প্রিমিয়াম ডিজাইন, পাওয়ারফুল পারফরম্যান্সে বাজিমাত!

Read More: মাত্র 11,999 – এ ভারতের বাজারে এলো Military-Grade স্ট্যান্ডার্ড OPPO K13x 5G, 6000mAh ব্যাটারির সাথে

Read More: গুগলের Pixel 10 Pro Fold নিয়ে আসছে ফোল্ডেবল ফোনের চমক! আসছে স্লিম ডিজাইন আর IP68 প্রতিরোধ ক্ষমতার সাথে।

Tech Patrika

Tech Patrika is your go-to source for the latest tech news, gadget reviews, and digital tips in Bengali and English. We simplify technology to help you stay informed, skilled, and ahead in the digital world.

Leave a Comment