OPPO আবারো তাদেরকে K সিরিজে এক দারুণ চমক নিয়ে আসতে চলেছে! সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া OPPO K13 5G এরপর এবার আসতে চলেছে আরো পাওয়ারফুল একটি মডেল – OPPO K13 Turbo Pro 5G। এরই মধ্যে এই ফোনের কিছু স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি চমক অপেক্ষা করছে এই ফোনে…
OPPO K13 Turbo Pro 5G – কি থাকছে এই Turbo ফোনে?
144Hz OLED ডিসপ্লে
6.8 ইঞ্চির বিশাল OLED ডিসপ্লে যেখানে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটি পুরোপুরি ফ্ল্যাট এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। গেমিং হোক বা ভিডিও স্ট্রিমিং-এই ডিসপ্লেতে প্রতিটি ফ্রেম দেখাবে খুব সুন্দর।
চিপসেট ও পারফরম্যান্স
OPPO K13 Turbo Pro 5G ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর, যেটা 4nm ফ্যাব্রিকেশন টেকনোলজিতে তৈরি। এতে থাকবে সর্বোচ্চ 3.21GHz ক্লক স্পিডের Cortex-X4 কোর।ফলে দুর্দান্ত পারফরম্যান্সের সাথে কম হিটিং এবং স্মুথ মাল্টিটাস্কিং করা যাবে। ফোনটি Android 15 এর সঙ্গে লঞ্চ হতে পারে।
RAM ও স্টোরেজ
এই OPPO K13 Turbo Pro 5G ফোনে থাকছে বিশাল 16GB RAM এবং 12GB UFS 4.0 স্টোরেজ এছাড়াও একটি লাইট ভেরিয়েন্টে 8GB RAM ও 256GB স্টোরেজ থাকতে পারে। ফোনটিতে LPDDR5x RAM ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য OPPO K13 Turbo Pro 5G ফোনটিতে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর এবং একটা 2MP সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।
কুলিং এবং গেমিং ফিচার
গেমারদের জন্য ফোনে থাকছে RGB লাইট এবং কুলিং ফ্যান যার মাধ্যমে ফোনটি গরম না হয়ে দীর্ঘক্ষণ গেমিং করা যেতে পারে।
ডিজাইন ও প্রটেকশন
এই ফোনে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য থাকবে IPX8 রেটিং,ফোনটি প্লাস্টিক বডিতে আসলেও ডিজাইন হবে প্রিমিয়াম। RGB লাইটের জন্য ফোনটিকে দেখাবে আরো প্রিমিয়াম।

ফিরে দেখা যাক – OPPO K13 5G
মাত্র কিছুদিন আগেই OPPO বাজারে এনেছে K13 5G। মিড রেঞ্জে দুর্দান্ত ফিচার ও দামে এই ফোনটা বেশ জনপ্রিয়তা পেয়েছে।
K13 5G এর ফিচারস ও স্পেসিফিকেশন
- 6.67″ AMOLED 120Hz ডিসপ্লে
- Snapdragon 6 Gen 4 প্রসেসর
- 8GB RAM + 256GB স্টোরেজ
- 50MP Dual রিয়ার ক্যামেরা + 16MP সেলফি
- 7,000mAh ব্যাটারি + 80W SUPERVOOC চার্জিং
- IP65 রেটিং, Android-ভিত্তিক ColorOS 15
ডিসপ্লে ও রেজোলিউশন
ফোনটিতে থাকছে একটা বড় 6.70 ইঞ্চির ডিসপ্লে, যার রেজোলিউশন 1280×2400 পিক্সেল।
পারফরম্যান্স ও প্রসেসর
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট।
ক্যামেরা
পিছনে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা -50MP প্রাইমারি সেন্সর ও
2MP সেকেন্ডারি সেন্সর, সেলফির জন্য সামনে থাকছে 16MP ফ্রন্ট ক্যামেরা।
স্টোরেজ ও RAM
ফোনটি পাওয়া যাবে 8GB RAM সহ দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে – 128 GB ও 256GB।
ব্যাটারি ও অপারেটিং সিস্টেম
ফোনটিতে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে Android 15।
দাম
128GB স্টোরেজ: ₹17,999
256GB স্টোরেজ: ₹19,999
Read More : 5,800mAh পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত 32MP সেলফি ক্যামেরা নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 13A 5G