OPPO এবার বাজেটের মধ্যে একটা দারুন 5G ফোন নিয়ে এল – OPPO K13x 5G। দাম শুরু মাত্র 11,999 থেকে। দাম কম হলেও ফিচারের দিক থেকে ফোনটা একেবারে পাওয়ার প্যাক্ট। কোম্পানি বলছে এটা নাকি সেগমেন্টের মধ্যে সবচেয়ে টেকসই 5G ফোন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, মানে সহজ কথায় একটু চাপ পড়লে ভেঙে যাবে না পড়ে গেলে কিছু হবে না এমনভাবেই বানানো হয়েছে।
লঞ্চ ইভেন্টে ইন্ডিয়ার প্রোডাক্ট কমিউনিকেশন হেড, স্যাভিও ডি’সুজা যা বললেন, সেটা শুনে মনে হচ্ছে ফোনটা সত্যিই Gen Z তরুণদের কথা মাথায় রেখে বানানো। তিনি বললেন,”এই ফোনে আমরা এমন সব জিনিস দিয়েছি যা আজকের ছেলেমেয়েরা রোজকার জীবনে চায় – দারুন টেক সেই গঠন, স্মার্ট ব্যাটারি, স্মুথ পারফরমেন্স।”
সবচেয়ে সুন্দর ব্যাপার, এতে নাকি আছে বায়োমিমেটিক শক অ্যাবজর্পশন সিস্টেম-যেটা ফোনটাকে হঠাৎ ধাক্কা বা পড়ে যাওয়া থেকেও বাঁচাতে সাহায্য করে। সঙ্গে রয়েছে 6000mAh ব্যাটারি, ব্যাটারি অপটিমাইজেশন আর 5G কানেক্টিভিটির মত একগুচ্ছ স্মার্ট ফিচার, চলুন দেখে নেওয়া যাক আর কি কি ফিচার এই ফোনে থাকছে
OPPO K13x 5G – বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচারস
- শক্তপোক্ত গঠন ।
- SGS Gold Drop Certification – মানে ফোন পড়ে গেলে সহজে কিছু হবে না।
- MIL-STD 810H মিলিটারি স্ট্যান্ডার্ড।
- 360° Damage Proof Armour Body
- Aerospace-Grade AM04 অ্যালুমিনিয়াম অ্যালয়।
- Crystal Shield গ্লাস।
- IP65 রেটিং-জল আর ধুলো থেকে ফোনকে সুরক্ষা দেয়।

ডিসপ্লে
OPPO K13x 5G ফোন থাকছে 6.67-ইঞ্চির HD+LCD ডিসপ্লে,120 Hz রিফ্রেশ রেট + 240Hz টাচ স্যাম্পলিং রেট, এছাড়া স্ক্রিনে আছে Gorilla Glass 7i প্রটেকশন,আছে 1000 নিটস্ পিক ব্রাইটনেস।
প্রসেসর
OPPO K13x 5G ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 যার মধ্যে দেওয়া হয়েছে 6nm প্রসেসর। এই প্রসেসর খুবই পাওয়ার ইফিসিয়েন্ট, পারফরমেন্সের দিক থেকে খুব স্মুথ, গেম ভিডিও এডিটিং এবং অনেক অ্যাপ একসাথে চালানো এই প্রসেসরের দ্বারা সম্ভব।
RAM ও স্টোরেজ
এই ফোনটি বাজারে তিনটি ভ্যারিয়েন্টে এসেছে – 4GB/6GB/8GB LPDDR4X RAM সহ, সঙ্গে 128GB UFS 2.2 স্টোরেজ, এছাড়া আলাদা করে microSD Card Slot আছে।
ব্যাটারি
6000mAh ব্যাটারি। চার্জিং এর জন্য থাকছে 45W SUPERVOOC Flash Charge, যেখানে 50% চার্জ হয়ে যাবে মাত্র 37 মিনিটে, 30% চার্জ হয়ে যাবে মাত্র 21 মিনিটে।
ক্যামেরা
50MP + 2MP ডুয়েল রিয়ার ক্যামেরা,সেলফি বা ভিডিও কলের জন্য সামনে থাকছে 8MP ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটি ও এক্সট্রা ফিচার
- সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
- ডুয়েল সিম + 5G সাপোর্ট।
- Wi-Fi 5, Bluetooth 5.4, GPS
- USB Type-C পোর্ট।
- ColorOS 15.1
- Ultar Volume Mode (300% Sound Boost)
OPPO K13x 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে :
- 4GB+128GB at 11.999/-
- 6GB+128GB at 12,999/-
- 8GB+128GB at 14,999/-

এটা পাওয়া যাবে Midnight Violet এবং Sunset Peach এই দুটি রঙে।
লঞ্চ অফারে থাকছে :
- 4GB ও 6GB ভেরিয়েন্টে 1000 টাকা ছাড়।
- 8GB ভেরিয়েন্টে 2000 টাকা ছাড় (সিলেক্টেড কিছু ব্যাংক অফারের সাথে)।
- এক্সচেঞ্জে এক্সট্রা 1000 টাকা বোনাসের সুযোগ।
- তিন মাসের জন্য ইন্টারেস্ট ছাড়া EMI অপশন।
OPPO K13x 5G আগামী 27 জুন থেকে OPPO স্টোরে ও অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু হবে।
Read More : OPPO K13 Turbo Pro 5G ফোনের স্পেসিফিকেশন হল ফাঁস,থাকতে পারে Snapdragon 8s Gen 4 চিপসেট- জানুন বিস্তারিত