গুগলের Pixel 10 Pro Fold নিয়ে আসছে ফোল্ডেবল ফোনের চমক! আসছে স্লিম ডিজাইন আর IP68 প্রতিরোধ ক্ষমতার সাথে।

গুগল এবার নিয়ে আসছে নতুন ফোল্ডেবল ফোন Pixel 10 Pro Fold। ফোনটি IP68 রেটিংসহ আসছে অর্থাৎ এটা ধুলোমক্ত এবং 1 মিটার গভীর জলে ঠিক থাকবে। গ্লোবাল বাজারে এই ফোনটা লঞ্চ হতে পারে 20 আগস্ট।

গুগলের এই Pixel 10 Pro Fold ফোন নিয়ে সোশ্যাল জগতে উত্তেজনার শেষ নেই। বেশ কয়েকটি রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, এবার গুগল তাদের ফোল্ডেবল ফোন সিরিজে বড় পরিবর্তন আনতে চলেছে-বিশেষ করে ডিজাইন ও মজবুতির দিক দিয়ে, থাকতে পারে আরো পাতলা ডিজাইন ও আরো ভালো গ্রিপ।

Pixel 10 Pro Fold
Pixel 10 Pro Fold

Android headlines এর একটি রিপোর্ট অনুযায়ী Pixel 10 Pro Fold ফোনটি হবে পাতলা যেটা ফোনটাকে দেখতে আরো স্লিম করে তুলবে এবং ব্যবহারকারীদের জন্য হ্যান্ডেলিং আরো সহজ হবে। Samsung Galaxy Z Fold7 এর মত ফোনের সাথে প্রতিযোগিতায় এই ফোনের বড় ভূমিকা থাকতে পারে।

এবারের সবচেয়ে আলোচিত বিষয় হলো কোনটিতে থাকা IP68 রেটিং। এখনো পর্যন্ত কোন ফোল্ডেবল ফোনে এই রেটিং দেখা যায়নি। সাধারণত ফোল্ডেবল ফোনে IPX8 রেটিং থাকে, যেটা শুধুমাত্র জল প্রতিরোধের জন্য। কিন্তু Pixel 10 Pro Fold এই ফোনে এটা বিশ্বের প্রথম ফোল্ডেবল ফোন হবে যেটা ধুলো ও জল দুই ক্ষেত্রেই পুরোপুরি প্রতিরোধ করবে।

‘6’ ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা বোঝায়।

‘8’ জলের নিচে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকার ক্ষমতা ক বোঝায়।

Pixel 10 Pro Fold
Pixel 10 Pro Fold

ক্যামেরা ও লঞ্চ ডেট

ডিজাইন কিছুটা আগের Pixel 9 Pro Fold মতো হলেও, ক্যামেরায় বড় কোন পরিবর্তন থাকছে না –

50MP Sony GN8 প্রাইমারি ক্যামেরা, 12MP + 12MP Samsung 3J1 টেলিফটো ও আল্ট্রাওয়াইড ক্যামেরা

রিপোর্ট অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ আগস্ট গ্লোবাল বাজারে লঞ্চ হতে পারে এই ফোনটি।

Google Pixel 9 Pro XL – এ বিশাল ছাড়! এখনই কিনলে আপনি ছাড় পেতে পারেন 30000 টাকা পর্যন্ত

Google Pixel 9 Pro XL
Google Pixel 9 Pro XL

আপনি যদি অনেকদিন ধরে একটা প্রিমিয়াম পিক্সেল ফোন কেনার কথা ভাবছেন তাহলে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। Google Pixel 9 Pro XL এই ফোনে এখন চলছে দারুণ ডিসকউন্ট, যেটা আপনাকে একসাথে ৩০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে দেবে।

অফারের বিস্তারিত :

লঞ্চ প্রাইস : 1,24,999 টাকা

বর্তমান দাম: 1,04,999 টাকা

ফ্ল্যাট ছাড় : 20,000 টাকা

HDFC Bank EMI-এর মাধ্যমে কিনলে অতিরিক্ত 10,000 টাকা ছাড় যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে EMI-তে কেনাকাটা করেন, তাহলে আরও 10,000 টাকা ছাড় পাবেন। মানে মোট ছাড় দাঁড়াচ্ছে 30,000 টাকা পর্যন্ত!

Google Pixel 9 Pro XL এই ফোনটির স্পেসিফিকেশন

  • ডিসপ্লে : 6.7 ইঞ্জির LTPO OLED স্ক্রিন,120Hz রিফ্রেশ রেট ও 3000 নিট পিক ব্রাইটনেস, প্রটেকশনের জন্য দেওয়া আছে Gorilla Glass Victus 2
  • প্রোসেসর : Google Tensor G4
  • ব্যাটারি : 5060mAh, 45W ফাস্ট চার্জিং
  • ক্যামেরা : 50MP প্রাইমারি ক্যামেরা,48MP আলট্রাওয়াইড ক্যামেরা, 48MP টেলিফটো লেন্স (5x অপটিক্যাল জুম), 42MP সেলফি ক্যামেরা

Read More : 5,800mAh পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত 32MP সেলফি ক্যামেরা নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 13A 5G

Read More : OPPO K13 Turbo Pro 5G ফোনের স্পেসিফিকেশন হল ফাঁস,থাকতে পারে Snapdragon 8s Gen 4 চিপসেট- জানুন বিস্তারিত

Read More : মাত্র 11,999 – এ ভারতের বাজারে এলো Military-Grade স্ট্যান্ডার্ড OPPO K13x 5G, 6000mAh ব্যাটারির সাথে

Tech Patrika

Tech Patrika is your go-to source for the latest tech news, gadget reviews, and digital tips in Bengali and English. We simplify technology to help you stay informed, skilled, and ahead in the digital world.

Leave a Comment