Vivo আবার চমকে দিল! নতুন Vivo X Fold 5 এমন এক ফোল্ডেবল ফোন, যেটা হাতে নিলে এক কথায় “ভবিষ্যতের স্মার্টফোন” মনে হয়। এত হালকা, পাতলা আর স্মার্ট ডিজাইন—যা আগে কল্পনাও করা যায়নি।Vivo X Fold 5 হলো পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন, যার অতি পাতলা ও হালকা ডিজাইন, শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসর, 16GB RAM, দুর্দান্ত AMOLED ডিসপ্লে এবং Zeiss লেন্সযুক্ত ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ প্রিমিয়াম ইউজারদের পছন্দের ফোন করে তুলেছে। 6000mAh ব্যাটারি ও 80 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় এটি একদিনের বেশি সময় শক্তি ধরে রাখতে সক্ষম। ডিজাইন, পারফরম্যান্স ও ফিচারের অসাধারণ সমন্বয়ে এটা ফোল্ডেবল ফোনের নতুন মানদণ্ড স্থাপন করেছে।
ডিজাইন ও ফিনিশ
ভাঁজ খুললে Vivo X Fold 5 ফোনটা 4.3 mm, ভাঁজ করলে 9.2 mm—মানে একেবারে পাতলা আর হাতে নিলেই বুঝবেন প্রিমিয়াম ফিনিশটা ঠিক কতটা নিখুঁত। আর ওজন? মাত্র 217 গ্রাম! ফোল্ডেবল ফোন বলে বোঝার উপায় নেই এতটা হালকা।
নতুন কার্বন ফাইবার হিঞ্জ ব্যবহার করা হয়েছে, তাই টেকসই আবার মসৃণ। পানির ছিটেফোঁটা বা ধুলাবালি নিয়েও দুশ্চিন্তা নেই—IP58/59 রেটিং-সহ ডাস্ট ও ওয়াটার প্রোটেকশন আছে।
একটা নতুন শর্টকাট বাটন যোগ হয়েছে যেটায় আপনি নিজের ইচ্ছেমতো অ্যাকশন সেট করতে পারেন—যেমন ক্যামেরা চালু, টর্চ অন, বা তাড়াতাড়ি নোট লেখা।

ডিসপ্লে ও স্ক্রিন কোয়ালিটি
এই Vivo X Fold 5 ফোনের দুটি স্ক্রিনই চোখ ধাঁধানো। ভিতরের মেইন স্ক্রিনটা 8.03 ইঞ্চি LTPO AMOLED, উজ্জ্বলতা চরম— 4500 নিটস পর্যন্ত, রিচ কালার আর 120Hz রিফ্রেশ রেট সহ HDR10+ ও Dolby Vision সাপোর্ট করে।
বাইরের ডিসপ্লেটাও কম নয়—6.53 ইঞ্চির AMOLED, সেটাও সমান উজ্জ্বল আর দ্রুত রেসপন্স দেয়।
পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ
যা হার্ডওয়্যার দেওয়া হয়েছে, তা একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের। Snapdragon 8 Gen 3 প্রসেসর, সঙ্গে 16GB RAM আর UFS 4.1 স্টোরেজ, কাজেই অ্যাপ খোলা, মাল্টিটাস্কিং বা হেভি গেমিং—সবই হবে এক দমে।
সবচেয়ে মজার বিষয়, এত পাতলা ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে! সঙ্গে 80 ওয়াট ফাস্ট চার্জিং ও 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং—মানে চার্জের ঝামেলা দূর।
ক্যামেরা সেটআপ
এই ফোনে আছে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা—প্রধান ক্যামেরা, টেলিফটো ও আল্ট্রাওয়াইড। Zeiss-এর লেন্স ব্যবহার হয়েছে, তাই ছবি বা ভিডিওর কোয়ালিটিতে একদম প্রফেশনাল টাচ পাবেন।
আর সামনে দুটো ক্যামেরাও দেওয়া হয়েছে—একটা বাইরের স্ক্রিনে, একটা ভিতরের স্ক্রিনে। ভিডিও কল বা সেলফি—দুটিতেই ফ্লেক্সিবিলিটি।
Conclusion
VivoX Fold 5 এক কথায় অসাধারণ। ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ব্যাটারি, ক্যামেরা—সব দিক থেকে এটা এখন পর্যন্ত Vivo-র সবচেয়ে পরিণত ফোল্ডেবল ফোন।
এখন শুধু দামটা কত হয় আর ভারতে অফিসিয়ালি কবে লঞ্চ হয়, সেটাই দেখার বিষয়।
Read More : মাত্র 11,999 – এ ভারতের বাজারে এলো Military-Grade স্ট্যান্ডার্ড OPPO K13x 5G, 6000mAh ব্যাটারির সাথে
Read More : গুগলের Pixel 10 Pro Fold নিয়ে আসছে ফোল্ডেবল ফোনের চমক! আসছে স্লিম ডিজাইন আর IP68 প্রতিরোধ ক্ষমতার সাথে।