Xiaomi Mix Flip 2 অফিসিয়াল লঞ্চের আগেই সামনে এল ফুল স্পেসিফিকেশন ও নজরকাড়া ডিজাইন!

Xiaomi ইতোমধ্যে ঘোষণা করেছে যে, তারা 26 জুন চীনে একটি বড় ইভেন্ট আয়োজন করতে চলেছে, যেখানে একাধিক স্মার্ট ফোন লঞ্চ হবে। তার আগেই সামনে এল বহু প্রতীক্ষিত Xiaomi Mix Flip 2 ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন। এই নতুন ফোল্ডেবল ফোনটি Xiaomi Mix Flip সিরিজের পরবর্তী প্রজন্মের মডেল, যেটা আগের ভার্সনের তুলনায় আরও উন্নত এবং আধুনিক ফিচার নিয়ে হাজির হতে চলেছে। ইতিমধ্যেই এই ডিভাইসটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে, যার মাধ্যমে ফোনটির প্রসেসর, RAM, অপারেটিং সিস্টেম সহ একাধিক হার্ডওয়্যার সংক্রান্ত ডিটেইলস ফাঁস হয়েছে।চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই নতুন ফ্লিপ ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার।

Xiaomi Mix Flip 2 ফোনটির ডিজাইন

  • আগের মত হলেও Mix Flip 2 তে কিছু নজরকাড়া আপডেট এসেছে।
  • আনফোল্ড অবস্থায় ফোনটির থিকনেস মাত্র 7.57mm, যেটা আগের মডেলের থেকেও স্লিম।
  • কভার ডিসপ্লে তে থাকবে দুটো ভার্টিক্যাল ক্যামেরা কাটআউট, আর ডিসপ্লে বেজেল হবে খুবই পাতলা।
  • ওজন হবে 199 গ্রাম।
  • ব্ল্যাক, গোল্ড, পার্পল ও সিয়ান – মোট চারটি কালার অপশনে আসবে ফোনটা।
Xiaomi Mix Flip 2
Xiaomi Mix Flip 2

Xiaomi Mix Flip 2 ফোনটির স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi MIX Flip 2-এ থাকছে একটি 4.01 ইঞ্চির এক্সটারনাল মাল্টিফাংশন স্ক্রিন, যেখানে নোটিফিকেশন দেখার সাথে সাথে আরো অনেক স্মার্ট ফিচারস সাপোর্ট করবে। প্রাইমারি ডিসপ্লে 6.85 ইঞ্চির LTPO AMOLED প্যানেল, 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে, যেখানে ভিজুয়াল এক্সপেরিয়েন্স হবে দারুন। এছাড়া স্ক্রিনের সুরক্ষার দিকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, থাকছে Gorilla Glass Victus এর প্রটেকশন, যেটা ফোনকে স্ক্র্যাচ, ধাক্কা বা হালকা আঘাত থেকে রক্ষা করতে পারে।

প্রসেসর ও পারফরমেন্স

এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট থাকবে, যেটা একদম ফ্লাগশিপ লেভেলের পারফরমেন্স দেবে। Geekbench লিস্টিং অনুযায়ী সিঙ্গেল কোর স্কোর 2835 এবং মাল্টিকোর স্কোর 8550।

ক্যামেরা

ক্যামেরায় Leica Summilux লেন্স থাকবে। প্রাইমারি সেন্সর থাকবে f/1.7 অ্যাপার্চার ও 23mm ফোকাল লেন্থ সহ। সেকেন্ডারি লেন্স হিসাবে থাকছে Ultra-Wide Angle লেন্স, f/2.2 অ্যাপার্চার ও 14mm ফোকাল লেন্থ সহ। ফ্রন্ট ক্যামেরা বা সেলফির জন্য থাকছে 32MP ক্যামেরা।

RAM ও স্টোরেজ

দুটি ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ হবে – 8GB/128GB ও 12GB/256GB

সফটওয়্যার

MIUI 14 যেটা Android 14 এর উপর ভিত্তি করে তৈরি।

ব্যাটারি

5,165mAh ব্যাটারি সহ আসবে ফোনটা,থাকবে 67W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং।

অন্যান্য ফিচার

  • Bluetooth 5.4
  • NFC সাপোর্ট
  • দুটো সিম স্লট ও USB Type-C হেডফোন জ্যাক
  • In Display ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Xiaomi Mix Flip 2
Xiaomi Mix Flip 2

Expected দাম

8GB/128GB Black – 79,990 টাকা 12GB/256GB White – 84,990 টাকা 12GB/256GB Blue – 84,990 টাকা

Read More : গুগলের Pixel 10 Pro Fold নিয়ে আসছে ফোল্ডেবল ফোনের চমক! আসছে স্লিম ডিজাইন আর IP68 প্রতিরোধ ক্ষমতার সাথে।

Read More : 5,800mAh পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত 32MP সেলফি ক্যামেরা নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 13A 5G

Read More : OPPO K13 Turbo Pro 5G ফোনের স্পেসিফিকেশন হল ফাঁস,থাকতে পারে Snapdragon 8s Gen 4 চিপসেট- জানুন বিস্তারিত

Tech Patrika

Tech Patrika is your go-to source for the latest tech news, gadget reviews, and digital tips in Bengali and English. We simplify technology to help you stay informed, skilled, and ahead in the digital world.

Leave a Comment