5,800mAh পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত 32MP সেলফি ক্যামেরা নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 13A 5G

OPPO তাদের Reno সিরিজে নতুন সংযোজন হিসাবে বাজারে নিয়ে এসেছে Reno 13A 5G। প্রথমে জাপানে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটির ডিজাইন,পারফরম্যান্স ও ক্যামেরার দিক দিয়ে শক্তিশালী প্যাকেজ বলা যায়,যারা একটি স্টাইলিশ অথচ পাওয়ারফুল ফোন খুজছেন তাদের জন্য এটা হতে পারে চমৎকার একটা অপশন।

চলুন এক নজরে দেখে নিই OPPO Reno 13A 5G স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন :

এক নজরে OPPO Reno 13A 5G ফোনটির স্পেসিফিকেশন

  • 6.7″ AMOLED Display with 120Hz Refresh Rate
  • Snapdragon 6 Gen 1 Processor
  • 8GB RAM, 128GB UFS 3.1 Storage
  • 50MP Eear Camera
  • 32MP Selfie Camera
  • 5,800mAh Battery With 45W Fast Charging.
OPPO Reno 13A 5G
OPPO Reno 13A 5G

ডিসপ্লে

Reno 13A ফোনে রয়েছে 6.7 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে,যার রেজোলিউশন Full HD+, রিফ্রেশ রেট 120Hz, এবং সর্বোচ্চ উজ্জ্বলতা 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেটি AGC Dragontrail STAR2 গ্লাস দ্বারা সুরক্ষিত এবং নিরাপত্তার জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসেসর

OPPO Reno 13A 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 ও ColorOS 15 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত,ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর চিপসেট প্রসেসর, যার ক্লক স্পিড 1.8GHz থেকে শুরু করে সর্বোচ্চ 2.2GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করে। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য এতে রয়েছে Adreno 710 GPU, যা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেয়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য রয়েছে উন্নত ট্রিপিল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে একটা 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর(f/1.8 aperture) যা OIS (Optical Image Stabilization) প্রযুক্তি সাপোর্ট করে। একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা হোয়াইট লেন্স যার 112° ওয়াইড এঙ্গেল ভিউ এবং একটা 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর (f/2.4 aperture)। এই ক্যামেরা সেটআপ এর সঙ্গে রয়েছে LED Flash, যা কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে আছে শক্তিশালী 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (f/2.4 aperture),যা পরিষ্কার ও ডিটেলস সেলফি তোলার জন্য উপযুক্ত।

স্টোরেজ

OPPO Reno 13A 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টে, যেখানে রয়েছে 8GB LPDDR4X RAM ও 128GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। এর পাশাপাশি স্মার্টফোনটিতে রয়েছে ভার্চুয়াল RAM এক্সপানশন ফিচার, যার মাধ্যমে অতিরিক্ত 8GB ভার্চুয়াল RAM ব্যবহার করে মোট 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্টোরেজ বাড়ানোর জন্য এতে রয়েছে Micro SD Card এর সুবিধা যা 1TB পর্যন্ত এক্সপেন্ডেবল করা যাবে।

ব্যাটারি

দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের জন্য OPPO Reno 13A 5G ফোনটিতে রয়েছে 5,800mAh শক্তিশালী ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে অল্প সময় ফোনটিতে দ্রুত চার্জ হয়ে যায়।

Others Features:

  • Dual SIM + eSIM Support, 5G
  • Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, NFC
  • USB-C and Dual Speakers
  • In Display Fingerprint Sensor
  • এই ফোনটি IP68/69 rated for dust and water resistance.
  • Up to 1TB of Expandable Storage Via microSD.
  • ফোনটি 7.8mm thick এবং weighs 192 grams.
OPPO Reno 13A 5G
OPPO Reno 13A 5G

এই স্মার্টফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে: Charcoal Gray, Ice Blue এবং Luminous Navy।

Read More : techpatrika.com

OPPO Reno 13A 5G এর সম্ভাব্য দাম

OPPO জাপানে দুটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করেছে – OPPO Reno 14 5G এবং বাজেট ফ্রেন্ডলি OPPO Reno 13A।এর আগেও OPPO June 24-এ Reno 11A লঞ্চ করেছিল জাপানিজ মার্কেটে।এবার Reno 13A 5G স্মার্টফোনটি 8GB RAM ও 128GB স্টোরেজ সহ মাত্র একটি ভেরিয়েন্ট বাজারে আনা হয়েছে, যার দাম ঠিক করা হয়েছে 48,000 ইয়েন, যা ভারতীয় টাকায় প্রায় 28,607 টাকা। জানা গেছে এই মডেলটি ভারতে লঞ্চ হবে না বরং কোম্পানি সরাসরি OPPO Reno 14 সিরিজ ভারতের বাজারে নিয়ে আসবে। জাপানে এই ফোনের বিক্রি 26 জন থেকে শুরু হবে এবং এটা পাওয়া যাবে লোকাল দোকান এবং ই-কমার্স সাইটে।

Tech Patrika

Tech Patrika is your go-to source for the latest tech news, gadget reviews, and digital tips in Bengali and English. We simplify technology to help you stay informed, skilled, and ahead in the digital world.

1 thought on “5,800mAh পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত 32MP সেলফি ক্যামেরা নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 13A 5G”

Leave a Comment